বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১১:০৪ অপরাহ্ন

কাঠালিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ফুসকা ব্যবসায়ীকে উপকরণ প্রদান

কাঠালিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ফুসকা ব্যবসায়ীকে উপকরণ প্রদান

বার্তা ডেস্ক:

ঝালকাঠির কাঠালিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ফুসকা ব্যবসায়ী মো. আব্দুল বারেক হোসেন’কে ফুসকা বিক্রির উপকরণ প্রদান করা হয়েছে। শুক্রবার রাতে কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদে সদর ব্যবসায়িক সমিতি উদ্যোগে নতুন করে ফুসকা ব্যবসা শুরু করার জন্য মো. আব্দুল বারেক হোসেনের হাতে বালতি, গামলা (বল), কলস, জগ, প্রিচ, বাটি ও প্লাষ্টিকের চেয়ারসহ ফুসকা বিক্রির এসব উপকরণ প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বাজার ব্যবসায়িক সমিতির সভাপতি মো. মাহমুদুল হক নাহিদ সিকদার। এসময় অন্যান্যের মধ্যে কাঠালিয়া বাজার ব্যবসায়িক সমিতির সাধারন সম্পাদক মো. আজিম সিকদার, কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম খোকন, ব্যবাসয়ী মোঃ আব্দুল সালাম, মোঃ নুরুল আলম, মোঃ শাহীন, মাসুম বিল্লাহ, মিলন ম্সুী প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত ১১ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে কাঠালিয়া উপজেলা সদর ইউনিয়ন পরিষদ সংলগ বাজারে অগ্নিকান্ডে ২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। এসময় মো. আব্দুল বারেক হোসেনের ফুসকার দোকানসহ মালামাল পুড়ে যায়। এতে তিনি অসহায় হয়ে পড়েন। তাই নতুন করে ব্যবসা শুরু করতে বাজার ব্যবসায়িক সমিতি ফুসকা বিক্রির এসব উপকরণ প্রদান করেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana