বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় অপৃতিকর কোন ঘটনা ছাড়াই উপজেলায় ৬টি ইউনিয়নে প্রথম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সবকটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত নৌকা মার্কার প্রর্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
১নং চেঁচরী রামপুর ইউপিতে মো. হারুন অর রশিদ (নৌকা) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী মো. জাকির হোসেন ফরাজী (স্বতন্ত্র)। নির্বাচনের তিন দিন পূর্বে আওয়ামী লীগ প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়ান।
২নং পাটিখালঘাটা ইউনিয়নে শিশির চন্দ্র দাস (নৌকা) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী মো. শহিদুল ইসলাম হৃদয় (স্বতন্ত্র)।
৩নং আমুয়া ইউনিয়নে মো. আমিরুল ইসলাম ফোরকান (নৌকা) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী সতন্ত্র প্রার্থী আখতার হোসেন নিজাম মিরবহর (স্বতন্ত্র)।
৪নং কাঠালিয়া সদর ইউনিয়নে নৌকা প্রার্থী মো. মাহমুদুল হক নাহিদ বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী মোঃ আল আমিন (হাতপাখা)।
৫নং শৌলজালিয়ায় মো. মাহমুদ হোসেন রিপন (নৌকা) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী মো. তরিকুল ইসলাম বুলবুল (স্বতন্ত্র বিদ্রোহী)।
৬নং আওরাবুনিয়া ইউনিয়নে মো. মিঠু সিকদার (নৌকা) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্ধী প্রার্থী মো. কামরুজ্জামান লিটন নকীব (বিদ্রোহী)।
উপজেলায় মোট ভোটার ৮৬ হাজার ৬শ ৭৭জন। এর মধ্যে পুরুষ ৪৩ হাজার ৭শ ৯১, মহিলা ৪২ হাজার ৮শ ৮৪ এবং হিজড়া ভোটার ২জন।