মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:১৫ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও প্রযুক্তি বিভাগের সহযোগিতায় শেখ রাসেল দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার, উপজেলা কৃষি অফিসার মো. শহিদুল ইসলাম, উপজেলা আইসিটি অফিসার অতনু কিশোর দাস মুন, ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার প্রমূখ।