বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১১ পূর্বাহ্ন
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের খেয়াঘাট সংলগ্ন বিশখালী নদীতে খেয়া পাড়াপাড়ের সময় বেলা সাড়ে ১২টায় আকষ্মিকভাবে একটি রাঘব বেয়াল মাছ লাফিয়ে ট্রলারের মাঝে উঠে।
এসময় ঘটনাচক্রে খেয়া পাড়াপাড়ের ইজারাদার মোঃ নাসিম ও তার স্ত্রী সংরক্ষিত মহিলা ইউপি সদস্য কানিজ ফাতিমা এবং তার সন্তানরা খেয়া পাড় হচ্ছিল। এই অভিনব এবং আর্কষ্মিক এই ঘটনায় মাছ পাওয়াকে কেন্দ্র করে আনন্দিত হয়।
মোঃ সালা উদ্দিন নাসিম জানান এই রাঘব বোয়ালটি ৩৬ ইঞ্চি লম্বা ও ওজন ২ কেজি ৭০০গ্রাম, মাছটির বাজার মূল্য প্রায় ৩০০০ টাকা। এলাকার জেলেদের ধারণা বিশখালী নদীর গভীর অংশ ছেড়ে নাব্যতা হারানো সাফিয়ার চর অংশে এসে চলা চলে বাধাগ্রস্থ হওয়ায় সে লাফিয়ে উঠতে পারে। এনিয়ে এলাকায় মানুষের মধ্যে তিব্র কৌতুহলের সৃষ্টি হয়েছে।