শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:১৬ অপরাহ্ন

কাঠালিয়ার বটতলা-কৈখালি সড়ক দেবে যোগাযোগ বন্ধ

কাঠালিয়ার বটতলা-কৈখালি সড়ক দেবে যোগাযোগ বন্ধ

বার্তা ডেস্ক:

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বটতলা-কৈখালী সড়কের আনইলবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তা দেবে যাওয়ায় বুধবার থেকে কয়েক গ্রামের সাথে যোগাযোগ বন্ধ রয়েছে। রাস্তাটি ভেঙ্গে ও দেবে বড় ধরনের গর্ত সৃষ্টি হওয়ায় এ সড়ক দিয়ে কোন যানবাহন চলাচল করতে পারছে না। ফলে বটতলা, কৈখালী, আমুয়া, কাঠালিয়া, আনইলবুনিয়ার, চাঁদের হাটসহ কয়েকটি শত শত পথচারীরা ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয়রা জানান, আনইলবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাছের রাস্তা ভেঙে যাওয়ায় চলাচলে অনেক সমস্যা হচ্ছে। এখান থেকে প্রতিদিন অসংখ্য মানুষ ও যানবাহন কৈখালী, কাঠালিয়া ও আমুয়া যাতায়াত করে থাকে। জরুরীভাবে রাস্তাটি সংস্কার করে পুনরায় চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানিয়েছেন।

কাঠালিয়া উপজেলা প্রকৌশালী (এজিইডি) মোঃ সাদ জগলুল ফারুক জানান, বটতলা- কৈখালী সড়কের একটা স্থানে গতকাল ভেঙ্গে বড় গর্তের সৃষ্টি হয়েছে, বিষয়টি আমি জানার পর পরই ওটা দ্রæত মেরামতের জন্য ব্যবস্থা করছি।

 

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana