রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:১৫ পূর্বাহ্ন
ঝালকাঠির কাঠালিয়ার নেয়ামতপুর ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা মাঠে গতকাল বিকেলে সংর্ম্বধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নব নির্বাচিত নেয়ামতপুর ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও কাঠালিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন আল আজাদ (বাদল)কে অত্র মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে এ সংর্ম্বধনা দেয়া হয়েছে।
অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আবুল বাসার ফারুকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, দাতা সদস্য মোঃ আবুল কালাম মোল্লা, সদস্য ও পাটিখালঘাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শহীদুল ইসলাম, মাওলানা মোঃ আলতাফ হোসেন টুকু, শিক্ষক শফিকুল ইসলাম, মোঃ কিরন, মোঃ আব্দুল হালিম, সাবেক ছাত্র মোঃ আব্দুল রাজ্জাক ও মোঃ হাসিব বিল্লাহ প্রমূখ। সংর্ম্বধনা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।