শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৮ পূর্বাহ্ন
কাঠালিয়া প্রতিনিধিঃ
একাদিক সিনিয়র সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জুসফিকুর রহমান খান নামের এক যুবককে বরিশালের ট্রাইব্যুনাল আদালত জেল হাজতে পাঠিয়েছেন। জুসফিক কাঠালিয়া উপজেলার সদর ইউনিয়নের মৃত সাহাবুদ্দিন খান এর পুত্র।
আজ ১৬ মার্চ বৃহাস্পতিবার বরিশালের সাংবাদিক মোছাদ্দেক হাওলাদারের দেওয়া মমলায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক গোলাম ফারুক জামিন না মঞ্জুর করে আসামী জুসফিককে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী এ্যাড. মুসফিকুর রহমান (রাফি)।
বরিশালের সাইবার ট্রাইব্যুনাল আদালতে করা এই মামলার বাদী সাংবাদিক মোছাদ্দেক হাওলাদার জাতীয় দৈনিক আজকের দর্পন ও সংবাদ সারাবেলার বরিশাল ব্যুরো প্রধান।