শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ছৈলার চরে দর্শনার্থীদের জন্য নির্মিত দক্ষিণ হাওয়া, মৌবন ও ছৈলার চরের লোগো উন্মোচনসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। এসময় বক্তব্য রাখেন সাংবাদিক মো. অব্দুল হালিম ও স্থানীয় যুবক ইমরান হোসেন মুন্না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার, ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন, মাহমুদুল হক নাহিদ, মো. মিঠু সিকদার, প্রেসক্লাব সভাপতি সিকদার মো. কাজল প্রমূখ। বক্তব্য রাখেন আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের অধ্যাপক মো. আবদুল হালিম, স্থানীয় যুবক মো. ইমরান হোসেন।