শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ন

কাঠালিয়ার ছৈলারচরে বৃক্ষরোপন, পাখিরবাসা বাঁধা ও পরিচ্চন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

কাঠালিয়ার ছৈলারচরে বৃক্ষরোপন, পাখিরবাসা বাঁধা ও পরিচ্চন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি:

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝালকাঠির কাঁঠালিয়ার বিষখালী নদী তীরের  পর্যটনস্পট ছৈলারচরে মাসব্যাপি বৃক্ষরোপন, পাখির বাসা বাঁধা ও পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশবাদি সংগঠন পাখিপ্রাণ,জলতরণী ও সমকাল সুহৃদ সমাবেশ কাঁঠালিয়া শাখার যৌথ উদ্যোগে আজ সোমবার দিনভর এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদ সদস্য শাখাওয়াত হোসেন অপু , পাখিপ্রাণ সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক ও আলোকচিত্রী দেবদাস মজুমদার, দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, পিস অ্যাম্বেসেডর নেটওয়ার্ক বরিশাল এর সমন্বয়কারি সমকাল ও দৈনিক শতকণ্ঠ পত্রিকার সাংবাদিক ফারুক হোসেন খান, পর্যটন সেবা সংগঠন জলতরণীর প্রতিষ্ঠাতা আলোকচিত্রী আরিফুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রেজাউল করিম সাদ্দাম এ পরিবেশ কর্মসূচিতে অংশ নেন।

এসময় মাসব্যাপি পরিবেশ সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে ছৈলারচরে বকুল, কাঁঠাল, তেঁতুল, আমলকি, জাম ও আতাগাছের চারা রোপন করা হয়। এছাড়া পর্যটন কেন্দ্রের আশপাশের বৃক্ষ শাখে পাখির বাসা স্থাপন ও পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুফল চন্দ্র গোলদার বলেন, উপকূলের পরিবেশ সুরক্ষায় বেসরকারি সংগঠন পর্যায়ে মাসব্যাপি এ পরিবেশ কর্মসূচি একটি মহতী উদ্যোগ। এতে অন্যরা পরিবেশ বিষয়ে সচেতনতার উদ্যোগী হবেন বলে আশা করছি।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana