রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৪৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
ঝালকাঠির কাঠালিয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া তরিকুল ইসলাম স্বজল (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে দশ বছরের কারাদন্ড প্রদান করেছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ৩১ মার্চ বিকেলে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার দক্ষিণ তালগাছিয়া গ্রামের বাড়ি থেকে ৩ হাজার ৫২২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তরিকুল ইসলাম সজলকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় ওইদিনই কাঠালিয়া থানায় এসআই রিয়াজ রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
ওই থানার এসআই সেলিম রেজা মামলাটি তদন্ত করে ১৫ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেন।
দন্ড প্রাপ্ত সজল কাঁঠালিয়া উপজেলার দক্ষিণ তালগাছিয়া গ্রামের মৃত আব্দুল বারেক হাওলাদারের ছেলে।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি আব্দুল মান্নান রসুল।