শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৫২ পূর্বাহ্ন
কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সাথে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন কাঠালিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন এর একটি প্রতিনিধি দল মতবিনিময় অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির ঝালকাঠি জেলা বিএম জিটিএর সিনিয়র সহ-সভাপতি ও কাঠালিয়া উপজেলা সভাপতি মোঃ মনজুরুল হক, জেলা সহ-সভাপতি মিজানুর রহমান, জেলা সাহিত্য বিষয়ক সম্পাদক ও কাঠালিয়া উপজেলার সাধারণ সম্পাদক মোঃ রুস্তম আলী খান , জেলা ক্রীড়া সম্পাদক সাইফুল কবির গাজী ও উপজেলা বিএমজিটিএর সদস্য জনাব মোঃ মাইনুদ্দিন, মোঃ সবুর খান ও অন্যান্য শিক্ষকবৃন্দ।
অন্যদের মধ্যে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও ঝালকাঠি জেলা এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক জনাব মোসতাক আহমেদ শামীম উপস্থিত ছিলেন।
বিএমজিটিএর নেতৃবৃন্দ ও নির্বাহী অফিসারে মধ্যে মানসম্মত শিক্ষা নিয়ে আলোচনা হয়। উপজেলা নির্বাহী অফিসার শিক্ষকদের সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দেন।