সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০১ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৪নং কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার সরকারি কাঠালিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শহ আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাড. এমএ জলিল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু তরুন কুমার কর্মকার, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম।
সম্মেলনের উদ্ভোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বিমল চন্দ্র সমাদ্দার এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনির।
কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জায়দুল আলম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রোকন সিকদার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, মো. আমিরুল ইসলাম ফোরকান, মো. হারুন অর রশিদ, মো. মিঠু সিকদার, জেলা পরিষদ সদস্য এসএম ফয়জুল আলম সিদ্দিকী ফিরোজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাওছার আহম্মেদ জেনিভ সিকদারসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে কাউন্সিলের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মঞ্জুরুল কবির পারভেজ জমাদ্দার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. রোকন সিকদার।