সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন
সাকিবুজ্জামান সবুর:
ঝালকাঠির কাঠালিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ে জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন ২৫জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদ উপলক্ষে ২হাজার টাকা করে আর্থিক সাহায্যের চেক বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা ১১টায় বিদ্যালয়ের মাঠে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. শহীদুল আলম। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মরিয়ম আক্তার, সহকারী শিক্ষক এনামুল হক, শিক্ষার্থী জান্নাতি আক্তার প্রমূখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।