শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সদর ইউনিয়নের জয়খালী গ্রামের হাওলাদার বাড়ী ডাকাতি সংগঠিত হয়েছে। এ সময় প্রবাসী মামুন হাওলাদার ও তার স্ত্রী আমেনা আক্তার রুজী আহত হয়।
রোববার দিবাগত রাত আড়াইটার দিকে জয়খালী গ্রামের সাজন হাওলাদার বাডীর প্রবাসী মামুন হাওলাদারের ঘরে এ ঘটনা ঘটে।
গৃহকর্তা মোঃ মামুন হাওলাদার জানান, ডাকাতরা বাথরুমের গ্রীল কেটে ঘরের ভিতরে প্রবেশ করে দরজা খুলে দেয়। এদের দলে ৭/৮ ছিলো। এ সময় আমি ও আমার স্ত্রী আমেনা আক্তার রুজীকে এলোপাথারী মারধর করে এবং আলমিরা থেকে ৪ ভরি ওজনের স্বার্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
প্রতিবেশী মোঃ নাইম জানান, রাত অনুমান আড়াইটার দিকে মামুন হাওলাদারের ঘরে ডাক চিৎকার শুনতে পেয়ে সেখানে গেলে ডাকাত দলের তিন চার জন সদস্য কে দেখতে পাই। আপনারা কারা জানতে জাইলে, ডাকাতরা প্রশাসনের লোক পরিচয় দেয় এবং ধমক দিয়ে বলে বাঁচতে চাইলে এখান থেকে চলে যা। পড়ে আমি পুলিশকে ফোন দেই। ফোন দেয়ার পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
এ বিষয়ে কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় জানান, ডাকাতির ঘটনায় মামলা হলে আসামীদের দ্রুত গ্রেফতার ও মালামাল উদ্ধার করা হবে।