রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৬নং আওরাবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার পশ্চিম ছিটকী বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. খাঁন সাইফুল্লাহ পনির। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু তরুন কুমার কর্মকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম।
সম্মেলনের উদ্ভোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বিমল চন্দ্র সমাদ্দার ও প্রধান বক্তা ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনির।
এসময় জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মারা উপস্থিত ছিলেন।
সম্মেলনে আওরাবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন ইউপি চেয়ারম্যান মো. মিঠু সিকদার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন বাবু শ্যামল কৃষ্ণ দ্বারী।