শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৪ অপরাহ্ন
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা জামায়াতের আমুয়া ইউনিয়ন শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর বুধবার মাগরিব বাদ ছোনাউটা ফাজিল মাদরাসা মাঠে সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন আমুয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা খলিলুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা নায়েবে আমীর এ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা জামায়াতের আমীর মাষ্টার মো. মজিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন আমুয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাষ্টার মো. আব্দুর রহিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছোনাউটা ফাজিল মাদরাসার অধ্যাক্ষ মাওলানা মোহাম্মদ নুর হোসেনসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের শত শত সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত বক্তারা সংগঠনের বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমাজকল্যাণমূলক উদ্যোগ নিয়ে আলোচনা করেন। সাধারণ মানুষের উপস্থিতি এবং তাদের সহযোগিতায় এই সভা প্রাণবন্ত হয়ে ওঠে। এই সাধারণ সভার মাধ্যমে আমুয়া ইউনিয়ন জামায়াত ভবিষ্যতে সমাজের কল্যাণে আরও বেশি কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করে।