শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:১৬ অপরাহ্ন
ঝালকাঠির কাঠালিয়ি উপজেলা স্কাউডস এর আয়োজনে ৫ দিন ব্যাপী কাব কাম্পুরী শুরু হয়েছে। গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) কাঠালিয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা সজকারী কমিশনার (ভুমি) সঞ্জয় দাস।
উপজেলা শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্কাউডসের সাধারন সম্পাদক একাডেমিক সুপারভাইজার মো. আমিনুল ইসলাম, আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবদুল হালিম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সটেক্টর মো. আকবার আলী, অবসরপ্রাপ্ক প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. সোলায়মান, মো. কিং ফয়সাল, উপজেলা স্কাউডসের সাবেক সাধারন সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, শিক্ষক মো. কবির হোসেন প্রমূখ।