শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৫৯ অপরাহ্ন

কাঠালিয়ায় হয়রানীমূলক মিথ্যা মামলা থেকে অব্যহতি পেতে প্রবাসীর সংবাদ সম্মেলন

কাঠালিয়ায় হয়রানীমূলক মিথ্যা মামলা থেকে অব্যহতি পেতে প্রবাসীর সংবাদ সম্মেলন

কাঠালিয়ায় হয়রানীমূলক মিথ্যা মামলা থেকে অব্যহতি পেতে প্রবাসীর সংবাদ সম্মেলন

ঝালকাঠির কাঁঠালিয়ায় আওয়ামী লীগ নেতার হয়রানীমূলক মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেতে একটি প্রবাসী পরিবারের ৫জন সদস্য সংবাদ সম্মেলন করেছে। শুক্রবার (৮ নভেম্বর) সকালে কাঁঠালিয়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পলাশ খানের বড় ভাই রিয়াজ খান, মামাতো ভাই সজিব, চাচাতো ভাই জাহাঙ্গীর, সুমন খান ও খালাতো ভাই কবির ফরাজী। লিখিত বক্তব্যে পাঠ করেন পলাশ খানের বড় ভাই মোঃ রিয়াজ খান। তিনি জানান, উপজেলার মহিষকান্দী গ্রামের মোঃ পলাশ খান নামের এক ব্যবসায়ীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে স্থানীয় একটি মহল।

গত ২ নভেম্বর একটি মিথ্যা ঘটনাকে কেন্দ্র করে আমার ছোট ভাইব্যবসায়ী মোঃ পলাশ খানকে হয়রানীমূলক আসামি করা হয়েছে। একই ভাবে গত ৩অক্টোবর ঝালকাঠি সদরের একটি মামলায়ও পলাশকে আসামি করা হয়েছে। অথচ মামলা ঘটনার যে স্থান দেখানো হয়েছে, সেখান থেকে আমাদের বাড়ি থেকে ৪৫/৫০ কিলোমিটার দূরে। এ ছাড়া মামলার বাদী পলাশকে না চিনলেও অদৃশ্যভাবে পলাশকে আসামি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে পলাশের ভাই রিয়াজ হোসেন আরো জানান, আমার বাবা একজন স্কুল শিক্ষক। আমরা তিন ভাই-ই প্রবাসে ছিলাম। আমি ১৪ বছর পর মালয়েশিয়া থেকে এসেছে , ছোট ভাই পলাশও মালয়েশিয়া ছিলো, ৩বছর হয় দেশে এসে স্থানীয় কৈখালী বাজারে রড-সিমেন্টের ব্যবসা করছে এবং বড় ভাই মিরাজ বর্তমানে স্পেন প্রবাসী।

প্রশাসনের উর্ধ্বতন কর্র্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এ হয়রানীমূলক মিথ্যা মামলা থেকে অব্যাহতির দাবি জানানো হয়।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana