মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন
ঝালকাঠির কাঠালিয়ায় সামাজিক সম্প্রীতি ও নাগরিকত্ব বিষয়ক দিনব্যাপি এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় অংশ গ্রহনকারিরা সামাজিক সম্প্রীতি রক্ষায় অঙ্গিকার করেন। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) মনস্বিতা মহিলা ডিগ্রী কলেজে দিনবর এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইউএসএইডের অর্থায়নে এবং আইএফ ইএসের সহযোগীতায়, দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, পিস ফ্যাসিলেটর গ্রæপ (পিএফজি) এর আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, পিস এ্যাম্বেসেডর নেটওয়ার্ক বরিশাল অঞ্চলের কো-অডিনেটর ও সুজন সম্পাদক সাংবাদিক ফারুক হোসেন খান।
প্রশিক্ষনের উদ্বোধন করেন উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান ও মনস্বিতা মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ফাতেমা খানম।
প্রশিক্ষক ছিলেন দি-হাঙ্গার প্রজেক্টের বরিশাল অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা, ডিস্ট্রিক ফ্যাসিলেটেটর মো.মুনিবুল ইসলাম, পিস এ্যাম্বেসেডর নেটওয়ার্ক বরিশাল অঞ্চলের যুগ্ম কো-অর্ডিনেটর সাবেক কাউন্সিলর নাসিমা কামাল।
কর্মশালায় ন্যায়পাল ছিলেন হক্কোননুর দরবার শরীফের পীর ও প্রশিক্ষনার্থী আলহাজ¦ মো. মঞ্জিল মোর্শেদ।
সমাপনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন মনস্বিতা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম কামরুজ্জামান, উপজেলা সুজনের সভাপতি অধ্যাপক মো. আবদুল হালিম, শৌলজালিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান মোস্তফা কামাল, প্রভাষক স্মৃতি রানী হাওলাদার, নারী ইউপি সদস্য শাহনাজ পারভিন, ইউপি সদস্য সৈয়দ আবদুল কাইয়ুম, বিএনপি নেতা এমাদুল হক, মোস্তফা হেলাল, মো.ফয়সাল খান, জাপা নেতা অজিউদ্দিন খান বাদল, ইসলামী আন্দোলন সভাপতি জুলফিকর আলী, হিন্দু নিকাহ রেজিস্ট্রার সমরেশ মন্ডল, দি- হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ঝালকাঠি জেলা সমন্বয়কারী মো. জাকির হোসেন, বীরমুক্তিযোদ্ধা নারায়ণ চন্দ্র কাঞ্জিলাল বাবুল ঠাকুর, সিনিয়র শিক্ষক মো.আমিনুর রহমান, সাংবাদিক মো. শাহজামাল ও ইয়ুথ লিডার ইমরান হোসেন প্রমূখ।
জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, সাংবাদিক, ইয়ুথ লিডার, নিকাহ রেজিস্ট্রার কাজী, হিন্দু বিবাহ রেজিষ্টার, ঈমাম, পুরোহিত ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের ২৫ এতে জন অংশ নেয়।