মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন
ঝালকাঠির কাঠালিয়ায় সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন জীববিজ্ঞান বিভাগের প্রভাষক (নন ক্যাডার) মো. সিদ্দিকুর রহমান। রোববার (১২ জানুয়ারী) বেলা ১১টায় সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন কুমার হালদার শিক্ষক-কর্মচারীদের উপস্থিতিতে দায়িত্ব হস্তান্তর করেন মো.সিদ্দিকুর রহমানের কাছে।
এর আগে গত বুধবার (৮জানুয়ারী) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিপ্তর কলেজ শাখা-১ এর সহকারি পরিচালক মুহাম্মদ সফিউল বশর স্বাক্ষরিত ওএম/ ৩৪সি-১/ ২০১৫-২৩১৯ স্বারকে এক চিঠিতে মো.সিদ্দিকুর রহমানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বের আদেশ দেন।
এ আদেশে প্রভাষক তপন কুমার হালদারকে অধ্যক্ষের দায়িত্ব হতে অব্যহতি দিয়ে বিধিমোতাবেক জ্যেষ্ঠতম প্রভাষক মো.সিদ্দিকুর রহমানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়।
সিদ্দিকুর রহমানকে শর্তসাপেক্ষে সাময়িকভাবে আর্থিক ক্ষমতাসহ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোনয়ন দেওয়া হয়। আদেশে বলা হয়েছিল আগামী ১২ জানুয়ারীর মধ্যে দায়িত্ব বুঝিয়ে দিয়ে অধিদপ্তরকে অবহিত করতে বলা হয়েছে। চিঠিতে আরো উল্লেখ করা হয় দায়িত্ব হস্তান্তরে বিলম্ব হলে স্বয়ংক্রিয়ভাবে এ আদেশ কার্যকর হবে।