রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৪:১৬ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় সম্প্রীতি রক্ষা ও সহিংসতা প্রতিরোধে উপজেলা পিস ফ্যাসিলেটর গ্রæপ পিএফজি’র আয়োজনে পিএফজি’র সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৪ আগষ্ট) উপজেলা পরিবার পরিকল্পনা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, পিস এ্যাম্বেসেডর নেটওর্য়াক বরিশাল অঞ্চলের কো-অডিনেটর সাংবাদিক ফারুক হোসেন খান। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ফিল্ড কো-অডিনেটর মায়মুনা আক্তার রুবি, প্রশিক্ষক তুহিন আফসারী।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. জালালুর রহমান আকন, সাংগঠনিক সম্পাদক মো. আলিমুল ইসলাম, অধ্যক্ষ মো.ওবায়েদুল হক, উপজেলা সুজন সভাপতি অধ্যাপক মো.আবদুল হালিম, অধ্যাপক মো.আবদুস সালাম, সাবেক জেলা পরিষদ সদস্য শাখওয়াত হোসেন অপু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি গৌতম মন্ডল, উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক খগেন্দ্র ভুষন দাস, দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, ঝালকাঠি জেলা সমন্বয়কারি জাকির হোসেন দুলাল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মো. মোফিজুর রহমান মারুফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো.হাসিব ভুট্রো, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন হাওলাদার, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি মিজানুর রহমান সোহাগ, উপজেলা যুব দলের সদস্য সচিব মো.জয়নাল আবেদীন, শিক্ষক ও বিএনপি নেতা মো.হাবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান নিশাত, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি নাজমিন তুলি, বীরমুক্তিযোদ্ধা নারায়ণ চন্দ্র কাঞ্জিলাল বাবুল, সাংবাদিক মো. আমিনুল ইসলাম, ইয়ুথ লিডার ও সাংবাদিক সাকিবুজ্জামান সবুর, শিক্ষক মো. আবদুর রহিম ও মো.জাহিদ হোসেন প্রমূখ। সভায় সম্প্রীতি বিষয়ক কর্মশালা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পেইন, সম্প্রীতি র্যালী ও সমাবেশ, রাজনৈতিক নেতা, ধর্মীয় নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের নিয়ে মন্দিরে মন্দিরে সম্প্রীতির সমাবেশ করার ওপর গুরুত্বরোপ করা হয়। পরে ১৭ সদস্যে’র সম্প্রীতি রক্ষা ও সহিংসতা প্রতিরোধ কমিটি গঠন করা হয়।