মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
ঝালকাঠির কাঠালিয়ায় সুশৃঙ্খল ও সুন্দর নির্বাচনের জন্য সচেতন ভোটার গড়ে তুলতে উপজেলা পর্যায় ইয়ুথ আউটরিচ কমিউনিকেটর (ওয়াইওসি) টিমের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) দ্য-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ইয়ুথ আউটরিচ কমিউনিকেটর (ওয়াইওসি) টিমের আয়োজনে উপজেলা সদরে মরহুম ফারুক সিকদার স্মৃতি সংসদে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দ্য-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ফিল্ড কো-অডিনেটর মো.হাদিউজ্জামান সুজন।
সভায় প্রধান অতিথি ছিলেন দ্য-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, পিস এ্যাম্বেসেডর নেটওয়ার্ক বরিশাল অঞ্চলের কো-অডিনেটর সাংবাদিক ফারুক হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন পিস এ্যাম্বেসেডর শাখাওয়াত হোসেন, পিএফজি সদস্য মো.হাসিব ভুট্রো ও ইয়ুথ লিডার মো. সাকিবুজ্জামান সবুর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক নয়াদিগন্তের উপজেলা সংবাদদাতা মো.আমিনুল ইসলাম, ইয়ুথ লিডার ইমরান হোসেন, ফারজানা আক্তার, সাজিদ মাহমুদ, ফজলে রাব্বানী আবির, মারিয়া আক্তার, আফসানা এ্যানি, নাদিয়া জামান, সাদিয়া দোলন, জান্নাতি আক্তার, ইশরাক মীরবহর, খাইরুল ইসলাম, তানভীর হাসান, সাব্বির হোসেন, রবিউল ইসলাম মারজান ও নাজমুল হোসেন প্রমূখ।