বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:১৩ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল আলম নামে বিএনপির এক নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি।
শনিবার (৯ নভেম্বর) রাতে উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন ও সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর স্বাক্ষরিত এক চিঠিতে শামসুল আলমকে অব্যাহতি দেওয়া হয়।
তাঁকে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়, ‘গত ১২ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আপনার সভাপতির দায়িত্ব স্থাগিত করা হয়েছিল।পরবর্তীতে ২৪ আগস্ট আপনার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। কিন্তু বর্তমানে আপনি পুনরায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। যাহার সুনির্দিষ্ট প্রমান পাওয়া গিয়াছে।এমতবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৫নং শৌলজালিয়া ইউনিয়ন কমিটির সভাপতির পদসহ সকল সদস্য পদ থেকে আপনাকে অব্যাহতি প্রদান করা হইলো।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন বলেন, তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি বিএনপির অনেক নেতাকর্মীদের বিরুদ্ধেও মামলা দিয়েছেন। তাই থাকে দল অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে শামসুল আলম বলেন, বহিষ্কার করার আগে সাংগঠনিকভাবে শোকজ নোটিশ দেওয়া হয়। কিন্তু তারা সেটা না করেই আমাকে অব্যাহতি দিয়েছে।আর বিএনপি নেতাদের যে মামলা দেওয়া হয়েছে সেই মামলার বাদী অন্য একজন। আমি দীর্ঘদিন ইউপি সদস্যর দায়িত্ব পালন করছি। আমার কাছে পদ পদবী কিছুই না। আমি আগেও বিএনপি করেছি এখনও বিএনপিই করবো।