শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:২২ পূর্বাহ্ন

কাঠালিয়ায় রিমালের তান্ডবে প্রতিবেশির গাছ পড়ে বীরনিবাস বিধ্বস্ত

কাঠালিয়ায় রিমালের তান্ডবে প্রতিবেশির গাছ পড়ে বীরনিবাস বিধ্বস্ত

বীর নিবাসের ফাইল ছবি

বিশেষ প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়ায় বীরনিবাসে উঠার ৪ দিনের মাথায় ঘুর্ণিঝড় রিমালের তান্ডবে প্রতিবেশির গাছ পড়ে নিবাস বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছে বীরমুক্তিযোদ্ধার বৃদ্ধা স্ত্রী আলেয়া বেগম (৭২)। এ ঘটনায় রোববার (২ জুন) দুপুরে একই বাড়ীর মো.জাফর হাওলাদারের বিরুদ্ধে, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেন বীরমুক্তিযোদ্ধা মরহুম মোতালেব হাওলাদারের স্ত্রী আলেয়া বেগম।

অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার ২নং পাটিখালঘাটা ইউনিয়নের দত্তের পশারীবুনিয়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা মরহুম মোতালেব হাওলাদারের নামে বীরনিবাস বরাদ্দ হয়। কাজ শেষে গত বৃহস্পতিবার (২৩ জুন) নিবাসের চাবী হস্তান্তর করেন ঠিকাদারী প্রতিষ্ঠান। ওই দিন থেকেই নিবাসে বসবাস শুরু করেন মুক্তিযোদ্ধার পরিবার। নিবাসের পাশে প্রতিবেশি মো.জাফর হাওলাদারের একটি ঝুকিপুর্ন চাম্বল গাছ ছিল। ঘুর্ণিঝড় শুরু থেকেই যা কাটার জন্য বলে আসছিল মুক্তিযোদ্ধার স্ত্রী আলেয়া বেগম। গাছ কাটতে রাজি হননি প্রতিবেশি জাফর হাওলাদার।

গত সোমবার (২৮ মে) প্রবল ঘুর্ণিঝড় রিমালের তান্ডবে জাফর হাওলাদারের বিশাল আকৃতির সেই চাম্বল গাছটি উপড়ে পড়ে বীরনিবাস বিধ্বস্ত হয়। এসময় দেয়ালের ইট মাথায় এবং পায়ে পড়ে আহত হয় বৃদ্ধা আলেয়া বেগম। পরে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য মো.জাকারিয়া জানান, শুনেছি গাছ পড়ে বীর নিবাসের সামনের টিনের চালা ও ভবনের ক্ষতি হয়েছে। বীরমুক্তিযোদ্ধা মো.শাহজাহান জমাদ্দার বলেন, ঝড়ের পুর্বে গাছটি কেটে ফেলা উচিত ছিল। নিবাস বিধ্বস্ত হওয়ায় পরিবারটি অনেকটা অসহায় হয়ে পড়েছে। সংস্কার করে বসবাস করার সামর্থও তাদের নেই।

উপজেলা নির্বাহী অফিসার মো.নেছার উদ্দিন জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana