বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৫২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
ঝালকাঠির কাঠালিয়া থানা পুলিশ যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী মো.মিজানুর রহমানকে ঢাকা থেকে গ্রেফতার করেছে। আজ বৃহস্পতিবার (২১ মার্চ) ভোরে থানার এসআই কে, এম রিয়াজ রহমানের নেতৃত্বে পুলিশ মীরপুর মডেল থানা পুলিশের সহায়তায় মীরপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মিজানুর রহমান তালুকদার (৩৭) উপজেলার দক্ষিন কৈখালী গ্রামের মৃত্যু মজিবুর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছে থানার ওসি মো.নাসির উদ্দিন সরকার।
থানার এসআই কে, এম রিয়াজ রহমান জানান, ২০১০ সনে ঢাকার মীরপুর থানায় মিজানুর রহমানের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনের একটি মামলা হয়। ওই মামলায় আদালতে তার যাবজ্জীবন সাঁজা হয়। রায়ের পর সে দীর্ঘদিন পুলিশের চোঁখ ফাকি দিয়ে পালিয়ে ছিল।
থানার ওসি মো.নাসির উদ্দিন সরকার জানান, মিজানুর রহমান তালুকদার নামের এক যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। আসামীকে কোর্টে চালান করা হয়েছে।
আরও পড়ুন : কাঠালিয়ায় দুর্ধর্ষ ডাকাতি, টাকা-স্বর্ণালঙ্কার লুট