মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন

কাঠালিয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

কাঠালিয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

কাঠালিয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ঝালকাঠির কাঠালিয়ায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১ ডিসেম্বর) বিকেলে উপজেলার পূর্ব ছিটকী দারুল কোরআন তৈয়্যেবিয়া হাফিজি মাদ্রাসা প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত।

প্রধান অতিথি’র বক্তব্যে গোলাম আজম সৈকত বলেন, “আজ শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের চোখ এখন এভারকেয়ার হাসপাতালের দিকে। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি তাঁর দক্ষতা, প্রজ্ঞা ও দেশ পরিচালনার সক্ষমতা দিয়ে বারবার প্রমাণ করেছেন, বাংলাদেশ কীভাবে এগিয়ে যেতে পারে। তাই তাঁর অসুস্থতা শুধু একটি রাজনৈতিক দলের নয়, পুরো জাতির উদ্বেগের বিষয়।”

তিনি আরও বলেন,“বেগম খালেদা জিয়া কখনো আলেম-ওলামাদের বিরোধিতা করেননি, বরং তাঁদের সম্মান দিয়েছেন। দেশের ধর্মীয় শিক্ষা, মসজিদ-মাদ্রাসার উন্নয়নে তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য। অথচ বিগত ১৫ বছর মিলাদ ও মাহফিল আয়োজন করতে গেলেও প্রশাসনের অনুমতির বাধা পেরোতে হয়েছে আমাদের। কিন্তু দেশনেত্রী সবসময় আলেম সমাজের কথা বলেছেন, তাঁদের অধিকার ও সম্মানের পক্ষে দাঁড়িয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন তাঁকে দ্রæত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন। আবারও মানুষের ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায় প্রতিষ্ঠা ও সংগ্রামে নেতৃত্ব দেওয়ার শক্তি দান করেন।”

মিলাদ ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন দারুত তাকওয়া কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি নাছরুল্লাহ বিন তৈয়্যেব। মিলাদ ও বিশেষ মোনাজাতে স্থানীয় মুসল্লি, শিক্ষক, অভিভাবক ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com












All rights reserved@KathaliaBarta 2016-2025
Design By Rana