সোমবার, ২৬ মে ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
আগামীকাল বুধবার, ১৪ মে ২০২৫ ইং তারিখে সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঝালকাঠির কাঠালিয়া উপজেলাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
উপজেলা ওজোপাডিকো (ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড) কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রিড ভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রকল্প (EEGBPSP) – Package-3 এর আওতায় আগামী ১৪ মে ২০২৫ খ্রি: তারিখ, বুধবার ভান্ডারিয়া গ্রিড উপকেন্দ্রের ১৩২ কেভি মেইন ও ট্রান্সফার বাস সকাল ০৬:০০ থেকে দুপুর ১.০০ পর্যন্ত সাট ডাউন থাকবে। উক্ত সাট ডাউন চলাকালীন সময়ে ভান্ডারিয়া গ্রিড উপকেন্দ্রের আওতায় সকল ৩৩ কেভি
ফিডার সমূহ বন্ধ থাকবে।
উক্ত সময়ের মধ্যে বিদু্যৎ অফিসকে অবহিত না করে কেউ গাছ কর্তন ও সঞ্চালন তারের আসে পাশে না যাওয়ার জন্যও বলা হয়েছে। জরুরী প্রয়োজনে যে কোন সময় লাইন সঞ্চালন করা হতে পারে।
তারা আরো জানায়, নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ এবং এ সময়ে বিদ্যুৎ নির্ভর কাজগুলো আগেভাগে সেরে ফেলার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার পরপরই স্বাভাবিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।