বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৫২ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাঁঠালিয়া উপজেলা কার্যালয়ে আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়।
গঠিত ওই কমিটিতে চিংড়াখালী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. রুহুল আমিন হাওলাদারকে সভাপতি ও আমুয়া ঝোড়খালী ইছাহাকিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. মনিরুজ্জামানকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ১৫ সদস্যের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা নায়বে আমির অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মো. ইদ্রিস আলী মিনা সাবেক অধ্যক্ষ ভুট্টো কলেজ নলছিটি।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাঁঠালিয়া উপজেলার সাবেক সেক্রেটারী ও ওলামা পরিষদের সভাপতি মাওলানা নাসির উদ্দিন, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোস্তাজাবুর রহমান প্রমূখ।