মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় পরকীয়ার টানে ৫ বছরের সন্তান রেখে পিতা মো. শোভন তালুকদার নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা চেঁচরী রামপুর ইউনিয়নের বানাই গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত মো. শোভন তালুকদার বানাই গ্রামের ৯নং ওয়ার্ডের মো. ফিরোজ আলম তালুকদারের ছেলে এবং ৫ বছরের এক ছেলে সন্তানের জনক।
সূত্রে জানাযায়, শোভন তালুকদার পাশ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিলো। প্রেমের কারনে তাদের পারিবারিক জীবনে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। গত শনিবার (৩০ নভেম্বর) প্রেমিকাকে নিয়ে শোভন তালুকদারের পালিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু প্রেমিকা পালিয়ে যেতে রাজি না হওয়ায় সন্ধ্যার দিকে ভান্ডারিয়া ছাগলের হাটে বসে সে বিষ পান করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থান অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করেন। খুলনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার ভোর রাতে তার মৃত্যু হয়।
শোভনের বাবা ফিরোজ আলম তালুকদার বলেন, আমাদের একটি গরুর ফার্ম রয়েছে। শোভন শনিবার বিকেলে দুধ নিয়ে ভান্ডারিয়া ছাগলের হাট বাজারে গেলে সেখান থেকে ফোন দিয়ে তার মাকে বলে মা আমি বিষ খেয়েছি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কী কারণে বিষ খেয়েছে আমাদের জানা নেই।
কাঠালিয়া থানার ওসি মং চেনলা বলেন, পরিবারের কেউ অভিযোগ দেয়নি। তবে লাশ ময়নাতদন্তে পরিবারের লোক বাধা দিচ্ছেন।