মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো.জহিরুল ইসলামের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলার মাদ্রাসা শিক্ষকদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন।
আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব্ করেন সংগঠনের সভাপতি ও ছিটকি নেছারিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ইদ্রিস মিয়া। সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো.জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো.আমিনুল ইসলাম ও দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, পিস এ্যাম্বেসেডর নেটওর্য়াক, বরিশাল অঞ্চলেরর কো-অডিনেটর সাংবাদিক ফারুক হোসেন খান। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক অধ্যক্ষ আলহাজ¦ এস, এম ওবায়েদুল হক, সহসভাপতি মো.রুহুল আমিন, যুগ্মসাধারন সম্পাদক মো.তৈয়ব আলী, উপধাক্ষ্য মো.আনোয়ারুল হক ও সুপার সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রমূখ। সভাশেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন : আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালন