শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের পালনের প্রস্তুতিমুলক সভা গতকাল বৃহস্পতিবার (১আগষ্ট) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন এর সভাপতিত্বে সভা প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. সাহিদা আক্তার বিন্দু। বক্তব্য রাখেন থানার ওসি (তদন্ত) সমীর দাস, ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ, মো. আমিরুল ইসলাম ফোরকান, মো. মাহমুদ হোসেন রিপন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমদ্দার, অফিসার্স ক্লাবের সাধারন সম্পাদক মো. কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন বাচ্চু সিকদার, সাংবাদিক অধ্যাপক মো. আবদুল হালিম প্রমূখ।
সভায় ৫ আগষ্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপটেন শেখ কামাল এর ৭৫তম জন্মবার্ষিকী ও ৮ মার্চ বঙ্গমাতা বেগম ফজিলাতন নেছা মুজিব এর জন্মবার্ষিকী পালনের জন্য প্রস্কুতিমূলক সভা করা হয়।