শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন
সাকিবুজ্জামান সবুর:
ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। আজ রবিবার (৬ অক্টোবর) উপজেলা অডিটরিয়ামে এ উপলক্ষে র্যালীত্তোর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ ইমরান বিন ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার এসএস দোলোয়ার হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. দেলোয়ার হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. সোলায়মান, কাঠালিয়া সদর ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, আমুয়া ইউপি প্যানেল চেয়ারম্যান মো. নকিরুল ইসলাম, পাটিখালঘাটা ইউপি প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমূখ।
কাঠালিয়া সদর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. ইস্রাফিল তালুকদারের সঞ্চালনায় উপজেলা প্রশাসন এর আয়োজন করে।