সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:১২ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ে দিনব্যাপী ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরুস্কার বিতরন করা হয়েছে।
আজ মঙ্গলবার (৮ অক্টোবর) উপজেলা অডিটরিয়ামে সমাপনী ও পুরুস্কার বিতরন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আমিনুল ইসলাম, উপজেলা জমিয়াতুল মোদার্রেসীনের সাধারন সম্পাদক অধ্যক্ষ মাওলানা মো. ওবায়েদুল হক, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সুশিল চন্দ্র মিস্ত্রী, শিক্ষক সমিতির সভাপতি এস এম আমিরুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান প্রমুখ।
সভাশেষে প্রতিযোগিতায় বিভিন্ন ইভিন্টে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।