রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:১৩ অপরাহ্ন

কাঠালিয়ায় কৃষকের উৎপাদিত পণ্য সরাসরি ক্রেতার কাছে পৌছে দিতে বাজার উদ্বোধন

কাঠালিয়ায় কৃষকের উৎপাদিত পণ্য সরাসরি ক্রেতার কাছে পৌছে দিতে বাজার উদ্বোধন

কাঠালিয়ায় কৃষকের উৎপাদিত পণ্য সরাসরি ক্রেতার কাছে পৌছে দিতে বাজার উদ্বোধন

সাকিবুজ্জামান সবুর:

ঝালকাঠির কাঠালিয়ায় দ্রব্য মূল্য নিয়ন্ত্রনে রাখতে কৃষকের পণ্যে ভোক্তার বাজার ‘স্বস্তি’ প্রতিপাদ্যে কৃষকের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দিতে বাজার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বালুর মাঠে এ বাজার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রুহুল আমীন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. জহিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় দাস, উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম, রূপলী ব্যাংক ম্যানেজার মো. নাইমুর রহমান, উপসহকারী কৃষি অফিসার মো. হাছিবুর রহমান, মো. জাহিদুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় উপজেলা প্রশাসন এর আয়োজন করে।

কৃষকরা নিজেদের উৎপাদিত নিরাপদ ও বিষমুক্ত টাটকা শাক-সবজি, ফলমূল, সরাসরি ন্যায্য মূল্যে এ বাজারে বিক্রয় করতে পারবেন। ভোক্তারা পাবেন ভেজাল মুক্ত তরতাজা শাক-সবজি ও ফলমুল।

ইউএনও মো. জহিরুল ইসলাম বলেন, বর্তমানে দেশের নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখী হওয়ার কারণে ভোক্তাদের স্বস্তি ফেরাতে জেলা প্রশাসক স্যারের নির্দেশে এ বাজার চালু করা হয়েছে। এখানে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য কোন ইজারা ছাড়া সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি করতে পারেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana