শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ১নং চেঁচরী রামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফ হাওলাদার এর দলীয় পদ স্থগিত করেছে উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন ও সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মীরবহম এর স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তার রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে।
অপর দিকে অন্য এক প্রেস বিজ্ঞপ্তিতে ১নং চেঁচরী রামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ আব্দুল লতিফ হাওলাদার এর দলীয় পদ স্থগিত থাকায় সহ সাধারণ সম্পাদক মোঃ শহীদ বিশ্বাসকে ১নং চেঁচরী রামপুর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।