বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মো. হাসান মিয়া নামের এক গ্রাম পুলিশ বিষ পানে আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানাগেছে।
উপজেলা সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে আজ রবিবার রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাকির হোসেন।
মো. হাসান মিয়া কাঠালিয়া সদর ইউনিয়নের হেতালবুনিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. সেকান্দার আলীর পুত্র হায়দার আলীর ছেলে।
স্থানীয়রা জানান, আজ রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে বিষ পানে আত্মহত্যার চেষ্টা করে হাসান । এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক হাসানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
প্রাথমিকভাবে বিষ পানের কারণ জানা না গেলেও হাসান মিয়া তার নিজস্ব ফেসবুক আইডিতে বলেন, ‘সবাই আমাকে মাফ করে দিয়েন হয়তো আর কারো সাথে দেখা নাও হতে পারে’।