শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৩ জুন) ভোররাতে থানার এসআই কে, এম রিয়াজ রহমানের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিন কৈখালী গ্রামের বান্ধাঘাটা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার দক্ষিন কৈখালী গ্রামের মৃত্যু রত্তন আলী হাওলাদারের ছেলে জসিম হাওলাদার (৩৫), রাজাপুর উপজেলার পুটিয়াখালী গ্রামের মৃত্যু আঃ করিম খানের ছেলে রাসেল খান (২৪) এবং বরগুনা জেলার বেতাগী উপজেলার কিসমত ছোট মোকামিয়া গ্রামের বিপ্লব চন্দ্র হালদারের ছেলে তাপস হালদার (২০) । থানার ওসি মো.নাসির উদ্দিন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
থানার এসআই কেএম রিয়াজ রহমান জানান, গ্রেফতারকৃত জসিম হাওলাদার মাদক ডিলার। তার বিরুদ্ধে কাঠালিয়া থানাসহ বিভিন্ন থানায় ১০/১২ টি মামলা আছে।
থানার ওসি মো.নাসির উদ্দিন সরকার জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে একটি থানায় মামলা হয়েছে। আসামীদের কোর্টে চালান করা হয়েছে।