রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:১৩ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় আর্ন্তজাতিক যুব দিবস পালন করা হয়েছে। আজ সোমবার (১১ আগষ্ট) সকাল ১০টায় উপজেলা যুব উন্নয়ণ অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো.কামরুল ইসলাম তালুকদার। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মো.রায়হানুল ইসলাম,উপজেলা মৎস্য অফিসার মো.রুহুল আমিন, শিক্ষা অফিসার মো.আমিনুল ইসলাম, সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো.রেজাউল করিম। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সৈনিক ও যুব ক্লাবের সহসভাপতি মো.মানিক আকন ও যুব সংগঠনের ইসরাত জাহান সেতু প্রমূখ। সভাশেষে গাছের চারা বিতরণ করা হয়।