রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:১৭ অপরাহ্ন
সাকিবুজ্জামান সবুর, কাঠালিয়া:
ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রোববার (২৩ জুন) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন শেষে একটি র্যালী বের হয়ে অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। পরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কেক কাটা, অলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমদ্দার। এতে প্রধান আলোচক ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনির।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন ও বিআরডিবির চেয়ারম্যান কাওসার আহম্মেদ জেনিভ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহামুদুল হক নাহিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শিশির দাস, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহমুদ হোসেন রিপন, বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বাচ্চু সিকদার ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো.রোকন সিকদার প্রমূখ। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।