মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন
ঝালকাঠির কাঠালিয়ায় অগ্নিকান্ডে ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ শনিবার ভোর ৫টার দিকে উপজেলা সদরের দক্ষিণ আউরা গ্রামের কাঠালিয়া সেতুর ঢালে এ অগ্নিকান্ড সংগঠিত হয়। ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষনে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে লিলি বেগম, সুমি আক্তার নামের দুই নারী ব্যবসায়ীর হোটেল ও লিটন নামের এক চটপটি ব্যবসায়ীর দোকান আগুনে সম্পূর্ণ ভস্মিভ‚ত হয়। অগ্নিকান্ডে তাদের প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।
ঘর মালিক মো. জামাল আহম্মেদ রাসেল জানান, রাত ৪টার দিকে আগুন লেগে মুহুর্তের মধ্যে আমার তিনটি দোকান পুড়ে যায়। এতে আমি ও ভাড়াটিয়ারা অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে। কিভাবে আগুন লেগেছে তা বলতে পারছি না। হয়তো কেউ আগুন লাগিয়ে দিয়েছে না হয় হোটেলের চুলা থেকে লেগেছে। তবে আমার সাথে কারো শত্রæতা নেই।
ঘটনার পর কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মং চেনলা ঘটনাস্থল পরির্দশন করেছেন।