বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১১:৫০ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
ইসলামী যুব আন্দোলনের (বরিশাল বিভাগ) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা মোঃ আল-আমীন বলেছেন একমাত্র যুবকরাই পারে মাদক, সন্ত্রাস, উগ্রবাদ ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণ করতে। তিনি আরও বলেন, প্রতিটি ওয়ার্ডে যুব আন্দোলনকে দুর্বার গতিতে কাজ করতে হবে। যুব আন্দোলনের ভিত্তি মজবুত করে মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও উগ্রবাদকে রুখে দিতে হবে।
আজ ২৮ আগস্ট’২২ শুক্রবার বিকাল ৫ টায় ঝালকাঠির কাঠালিয়া উপজেলা সদরের কারিমিয়া সাখাওয়াতিয়া মাদ্রাসায় “মাদক, সন্ত্রাস, উগ্রবাদ ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে যুব সমাজের ভূমিকা শীর্ষক” আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী যুব আন্দোলন কাঠালিয়া উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মোঃ মিরাজুল ইসলাম রূহানী এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলনের ঝালকাঠী জেলা শাখার সহ-সভাপতি মাওঃ মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাও. মোঃ জহিরুল ইসলাম।
ইসলামী যুব আন্দোলন কাঠালিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন ১নং চেঁচরী রামপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আমান উল্লাহ আমান, ৩নং আমুয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. সোহাগ পহলান, ৬নং আওরাবুনিয়া ইউনিয়ন শাখার সভাপতি মো. ফোরকান সিকদার প্রমুখ।
এসময় উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।