বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন

উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সম্মাননা প্রদান করলো সামাজিক আন্দোলন কাঠালিয়া

উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সম্মাননা প্রদান করলো সামাজিক আন্দোলন কাঠালিয়া

বার্তা ডেস্ক:

ঝালকাঠির কাঠালিয়ার ছৈলার চরকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারকে সম্মাননা প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক আন্দোলন কাঠালিয়া।

এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় উপজেলা উপজেলা প্রশাসনের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারকে সামাজিক আন্দোলন কাঠালিয়া সংগঠনের উপদেষ্টা হিসাবে আনুষ্ঠানিক ভাবে যুক্ত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামাজিক আন্দোলন কাঠালিয়ার সভাপতি এএইচ তুহিন সিকদার।

সামাজিক আন্দোলন কাঠালিয়ার সাধারণ সম্পাদক মো. ইস্রাফিল তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা এ্যাডভোকেট খন্দকার মোস্তফা কামাল, মো. নাইমুল ইসলাম নাইম, মো. নাসিম মীরবহর, সংগঠনের আমুয়া ইউনিয়নের সদস্য সচিব মো. রবিউল ইসলাম, পাটিখালঘাটা ইউনিয়নের সদস্য সচিব মো. জাহিদ হাসান, শৌলজালিয়া ইউনিয়নের সদস্য সচিব মো. ফায়েজুল্লাহ, কাঠালিয়া ব্লাড ব্যাংক ফেইসবুক গ্রুপের এডমিন মো. বেলাল হোসেন প্রমূখ।

 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana