শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:০২ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি পৌরসভায় মেয়র এবং জেলার ৩২টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার বিকেলে শহরের ফকিরবাড়ি রোডস্থ ইছহাকিয়া কমপ্লেক্সে ঝালকাঠি জেলা যুব আন্দোলনের সম্মেলনে প্রার্থীর সম্মাননা প্রদান করে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর (শায়েখে চরমোনাই) মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ আলমগীর, সাধারন সম্পাদক মুহাম্মদ শাখাওয়াত হোসেন, ছাত্রআন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক সৈয়দ মুহাম্মদ খলিলুর রহমান, ওলামা মাশায়েক আইম্মা পরিষদ জেলা সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক জেহাদি, শ্রমিক আন্দোলন সভাপতি মো. আব্দুল কুদ্দুস। যুব আন্দোলনের বিদায়ী সভাপতি মাওলানা মুহাম্মদ আল আমিন’র সভাপতিত্বে সাধারন সম্পাদক হাফেজ ক্বারী ইব্রাহিম আল হাদির সঞ্চালনায় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনায়েত হোসেন মামুনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও প্রার্থীরা বক্তৃতা করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতিক নিয়ে যাদের নির্বাচনে অংশগ্রহণ করে প্রতিদ্ব›িদ্বতা করার নির্দেশ দেন তারা হলেন-ঝালকাঠি পৌরসভায় মুহাম্মদ হাবিবুর রহমান, সদর উপজেলার গাভা রামচন্দ্রপুর ইউনিয়নে আব্দুল মজিদ মোল্লা, বিনয়কাঠি ইউনিয়নে সরদার মো. এমদাদুল হক, নবগ্রাম ইউনিয়নে মো. ইউনুছ আলী তালুকদার, কেওড়া ইউনিয়নে মো. আলম হোসেন, কির্ত্তিপাশা ইউনিয়নে মো. লুৎফর রহমান শেখ, বাসন্ডা ইউনিয়নে হাফেজ মাওলান আলী আজাদ নুরানী, পোনাবালিয়া ইউনিয়নে নাসির উদ্দিন মৃধা, ধানসিড়ি ইউনিয়নে মাওলানা মাইনুল হক, শেখেরহাট ইউনিয়নে মাওলানা মো. হেমায়েত উদ্দিন আকন, নথুল্লাবাদ ইউনিয়নে মাওলানা মো. শমসের আলী খান।
নলছিটির ভৈরবপাশা ইউনিয়নে মো. আবুল হোসেন হাওলাদার, মগড় ইউনিয়নে মাওলানা মো. মনিরুজ্জামান হাওলাদার, কুলকাঠি ইউনিয়নে মাওলানা মো. আব্দুল কাদের, রানাপাশা ইউনিয়নে মো. ফারুক সিকদার, সুবিদপুর ইউনিয়নে মো. জিয়াউর রহমান, কুশঙ্গল ইউনিয়নে মাওলানা মুহাম্মদ কাওছার উল্ল্যাহ, নাচনমহল ইউনিয়নে মাওলানা মো. আমির হামজা, সিদ্ধকাঠি ইউনিয়নে মাওলানা মো. মাইনুল ইসলাম, দপদপিয়া ইউনিয়নে মো. আলাউদ্দিন খান কাঞ্চন, মোল্লারহাট ইউনিয়নে মাওলানা মো. হান্নান নূরী।
রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নে মো. নুরুল ইসলাম, শুক্তাগড় ইউনিয়নে মো. আমির হোসেন গাজী, রাজাপুর সদর ইউনিয়নে মাওলানা মুহাম্মদ রুম্মান গাজী আলামিন, গালুয়া ইউনিয়নে হাফেজ মো. আলআমিন খান, বড়ইয়া ইউনিয়নে কেএম জাহাঙ্গির হোসেন, মঠবাড়ি ইউনিয়নে মাওলানা মো. ফজলে আলী।
কাঠালিয়া উপজেলার চেচরীরামপুর ইউনিয়নে মাওলানা মুহাম্মদ ইব্রাহিম, পাটিখালঘাটা ইউনিয়নে ক্বারী মো. শামসুল হক, আমুয়া ইউনিয়নে মো. আমীর গাজী, কাঠালিয়া সদর ইউনিয়নে মাওলানা মুহাম্মদ আল আমিন, শৌলজালিয়া ইউনিয়নে মো. জুলফিকার আলী, আওড়াবুনিয়া ইউনিয়নে মুফতি এমদাদুল হক আরেফি।
শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ২০২০ সেশনের যুব আন্দোলন জেলা শাখার গত কমিটিকে বিলুপ্ত করে ২০২১সালের জন্য ইব্রাহিম আল হাদিকে সভাপতি ও হাফেজ আরিফ বিল্লাহকে সাধারন সম্পাদক করে নতুন বছরের নবগঠিত পুর্ণাঙ্গ কমিটিকে শপথবাক্য পাঠ করান।