রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন
ইংরেজি লিসেনিংয়ে দক্ষতা অর্জনের কার্যকরী টিপসঃ
ইংরেজি ভাষায় পাণ্ডিত্য অর্জনের জন্য লিসেনিং (শোনা) এর গুরুত্ব অপরিহার্য। কারো সাথে সফল যোগাযোগের জন্য প্রয়োজন হয় তার কথা বুঝে সে অনুযায়ী প্রতিক্রিয়া করা। ইংরেজি লিসেনিংয়ে দক্ষতা বাড়ানোর জন্য নিম্নে কিছু সহজ কিন্তু কার্যকরী টিপস উল্লেখ করা হলোঃ
• নিয়মিত পডকাস্ট শোনা।
• ইংরেজি মুভি দেখা। মুভি দেখার ক্ষেত্রে প্রথমে সাবটাইটেল সহ এবং পরে সাবটাইটেল ছাড়া চেষ্টা করা।
• ইংরেজি গান শোনা। লিরিকস অনুসরণ করতে পারলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়।
• শুরুতে ছোট ছোট বাক্য শুনে অনুশীলন করা। ধাপে ধাপে বড় বড় বাক্য শুনে অনুশীলন করা।
• নিয়মিত ইংরেজিতে কথা বলা। কথা বলার জন্য একজন পার্টনার থাকলে অনুশীলন করতে সুবিধা হয়।
• ইংরেজি উচ্চারণের ভিন্নতা বুঝা এবং এর উপর গুরুত্ব দিতে হবে। বৃটিশ এবং আমেরিকান উচ্চারণে অভ্যস্ত হতে হবে। উচ্চারণে দক্ষতা অর্জনের জন্য Forvo এবং YouGlish এর মত সাইট গুলো ব্যবহার করা য়েতে পারে।
• Duolingo, BBC Learning English, TED Talks এর মত অ্যাপস এবং ওয়েবসাইট গুলো ইংরেজি উচ্চারণ শিখনে সহায়ক হয়।
মোটকথা, ধৈর্য রাখতে হবে। নিয়মিত অনুশীলন করতে হবে। ইংরেজি শোনার পাশাপাশি বলার অভ্যাস করতে হবে। একটা সময় নিশ্চিত সফলতা আসবে। তখন নেটিভ স্পিকারদের কথা বুঝা এবং IELTS এর মতো যেকোনো লিসেনিং টেস্টে খুব সহজেই প্রত্যাশিত ফলাফল লাভ করা যাবে।