বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:১২ অপরাহ্ন
১২৫ ঝালকাঠি ১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি ব্যারিস্ট্রার এম শাহজাহান ওমর গ্রেফতার হওয়ায় ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা বিএনপি আনন্দ মিছিল করেছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) গত বুধবার উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক আনন্দ মিছিল করেন। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা দলীয় কার্য়ালয় গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো.জালালুর রহমান আকন, সাধারন সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর, সাংগঠনিক সম্পাদক মো.আলিমুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মো.জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রদলের সভাপতি মো.রাকিবুল ইসলাম তুষার, সাধারন সম্পাদক রিয়ান আকনসহ স্বেচ্ছাসেবক দল, শ্রমিকল দল, কৃষকদলসহ দলীয় শত শত নেতাকর্মী।
উল্লেখ্য গত (২০ নভেম্বর) রাতে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও আমুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখতার হোসেন নিজাম মীররহর বাদী হয়ে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে শাহজাহান ওমরসহ ৯জনকে আসামী করে থানায় এ মামলা করেন। (মামলা নং-০৯/২০২৪) । আজ বৃহস্পতিবার সকালে কাঠালিয়া থানা পুলিশ রাজাপুর থানা পুলিশের সহায়তায় রাজাপুর সদর থেকে গ্রেফতার করে কোর্টে চালান করেছে। আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।
এ ব্যাপারে মামলার প্রধান আসামী সাবেক এমপি শাহজাহান ওমর জানান, তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এমন খবর তার জানা নেই।
রাজাপুর থানার ওসি মো.ইসমাইল হোসেন জানান, কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আখতার হোসেন নিজামের দায়ের করা মামলায় কাঠালিয়া থানা পুলিশ তাকে আটক করেছে।
থানার ওসি মং চেনলা জানান, সাবেক এমপি শাহজাহন ওমরের বিরুদ্ধে বুধবার রাতে থানায় একটি মামলা হয়েছে। এ মামলায় তাকে আটক করে কোর্টে চালান করা হয়েছে।