শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:৪২ পূর্বাহ্ন

অসুস্থ কুকুরকে নিজ খরচে খাবার, ক্ষত স্থানে ঔষধ লাগিয়ে দিলো শাহনাজ মুন

অসুস্থ কুকুরকে নিজ খরচে খাবার, ক্ষত স্থানে ঔষধ লাগিয়ে দিলো শাহনাজ মুন

ঝালকাঠি প্রতিনিধি:
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত একটি পথ কুকুরকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হল। স্থানীয় পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যাক্তি উদ্যোগে ঔষধপত্র নিয়ে কুকুরটিকে সুস্থ করতে প্রতিদিন সেবা করা হচ্ছে।
ঝালকাঠি পৌর সিটি পার্কে আহত কুকুরটিকে রেখে প্রতিদিন খাবার জোটানো, খাইয়ে দেয়া, ক্ষত স্থানে নিজহাতে ঔষধ লাগিয়ে দেয়াসহ সারাক্ষণ কুকুরটির দেকভাল করছেন সেচ্ছাসেবী তরুনী শাহনাজ মুন।
প্রতিদিন প্রতিবেলা নিজ খরচে কুকুরটির খাবার জোটানো সহজ সাধ্য নয়। তারপর খাইয়ে দেয়া তো আরও কঠিন। কামড়ে দেয়ার ভয় তো আছেই। এতসব ভয়ডর পাত্তা না দিয়েই গত ১৫ নভেম্বর থেকে এ পর্যন্ত অসুস্থ কুকুরটির সেবা করে যাচ্ছে ঐ তরুনী।
রাতে ঝালকাঠি পৌর সিটি পার্কে গিয়ে দেখা গেছে, সেচ্ছাসেবী তরুনী শাহনাজ মুন তার সহপাটি মিজানুর রহমান রিতুনকে নিয়ে কুকুরের যত্নআত্তি করছেন। আর কুকুরটি অধীর আগ্রহে তা গ্রহন করছে।
সেখানে উপস্থিত সিটি পার্কের বর্তমান পরিচালক পৌর কাউন্সিল হুমায়ুন কবির সাগর জানান, গাড়ির চাপায় কুকুরটির পেছনের দু’টি পা এবং কোমড় ভেঙে গেছে। অনেক কষ্ট করে হাটুতে ভর করে হাটার চেষ্টা করে। কিন্তু সোজা হয়ে হাটতে পারেনা। লঞ্চঘাটের কাছে বান্ধাঘাট মোড় থেকে রিক্সায় করে গত ১৫ নভেম্বর অসুস্থ কুকুরটি পার্কে নিয়ে আসে মুন ও রিতুন নামের দুই বন্ধু। সেদিন থেকে ওরা কুকুরটিকে সুস্থ্য করতে প্রাণপন চেষ্টা করছে।
সেচ্ছাসেবী তরুনী শাহনাজ মুন জানান, ওয়ার্ড  কমিশনার হুমাউন কবির সাগর কুকুরটি পার্কে রাখতে অনুমতি দিয়েছে। তারপর থেকে ৪ বেলা খাবার ও ঔষধ চালিয়ে যাচ্ছি। বর্তমানে অবস্থা আগের চেয়ে খারাপের দিকে গেছে। অবলা প্রানীটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সেই চেষ্টা করে যাচ্ছি।
ঝালকাঠির সদর উপজেলা প্রাণীসম্পদ হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. সারোয়ার হাসান জানান, ব্যাক্তি উদ্দোগে যেভাবে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে এটাই কুকুরটির জন্য সাময়ীক ভালো থাকার উপায়। গাড়ী চাপায় কুকুরটি কোমর ভেঙে গেছে চার পায়ে দাড়ানোর অবস্থা নাই। আমি যাবতীয় ঔষধ লিখে দিয়েছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana