বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:
ঝালকাঠিতে লাইসেন্স নবায়ন এবং অন্য প্রয়োজনীয় শর্ত প্রতিপালন না করায় আটটি ডায়াগনস্টিক সেন্টার ও একটি ক্লিনিক বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া একটি ক্লিনিককে ১০ হাজার টাকা জরিমানাসহ ১০টি প্রতিষ্ঠানকে সাত থেকে ৩০ দিনের বিভিন্ন মেয়াদ দিয়ে প্রয়োজনীয় শর্ত পূরণের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২৯ মে) সকাল থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত জেলা শহরসহ চার উপজেলায় স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ এ যৌথভাবে এ অভিযান চালায়।
সদর উপজেলায় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহম্মেদ হাসানের নেতৃত্বে অভিযানে অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিফাত আহমেদ, সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার সিয়াম আহসান প্রমুখ।
এসময় ১৪ টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে দুটিকে বন্ধ, একটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বাকিগুলোর মধ্যে সাতটি প্রতিষ্ঠানকে বিভিন্ন মেয়াদে সময় দিয়ে লাইসেন্স নবায়নসহ অন্য প্রয়োজনীয় শর্ত পূরণের নির্দেশ দেওয়া হয়।
সিভিল সার্জন ডা. শিহার উদ্দিন জানিয়েছেন, সার্বক্ষণিক চিকিৎসক না থাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় ঝালকাঠি সদরের স্কয়ার ক্লিনিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অপরদিকে রাজাপুরে দুটি ও কাঁঠালিয়ায় চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিকে অভিযান চালিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। নলছিটিতে চারটির মধ্যে দুটি ক্লিনিককে সময় দেয়া হয়েছে।