সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৫৬ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় এক মুমূর্ষু রোগীর বাড়িতে অক্সিজেন সিলিন্ডার নিয়ে হাজির হয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন কাঠালিয়া ফাউন্ডেশনের সদস্য নূর আলম রিফাত। বৃহস্পতিবার দুপুরে ফোন পেয়ে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের এক অসহায় বৃদ্ধ রোগীর জন্য অক্সিজেন সিলিন্ডার ও মাস্ক নিয়ে তার বাড়িতে যায় রিফাত।
নূর আলম রিফাত জানায়, বৃহস্পতিবার দুপুরে ফোন আসে শৌলজালিয়া ইউনিয়নের এক অসহায় বৃদ্ধ মহিলাকে স্থানীয় ডাক্তার দ্রুত অক্সিজেন দিতে বলেন। ওই মহিলার অক্সিজেন কেনার কোন সামর্থ্য নেই। তাই কাঠালিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে তার বাড়িতে দ্রুত একটি অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেই।
কাঠালিয়া ফাউন্ডেশনের আহবায়ক মো. সাইফ টুটুল বলেন, করোনাকালে মানুষের পাশে থেকে সামাজিক ও মানবিক কাজে কাজ করে যাচ্ছে কাঠালিয়া ফাউন্ডেশন। করোনা শুরুর পর থেকে কাঠালিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলার ৩০০ অসহায় পরিবারকে সহয়তাি এবং ২টি পরিবারকে ঘরের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এছাড়া এ ফাউন্ডেশনের পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করা হয়েছে।