রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:৩১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:
কোনো বাংলাদেশি ছাত্র নেতার ওপর ভিসা নিষেধাজ্ঞা দেয়নি ভারত। কিছু সংবাদমাধ্যম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ ছয় ছাত্রনেতার ওপর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসা নিষেধাজ্ঞার যে খবর প্রকাশিত হয়েছে তা ‘ভুয়া’। ভারতীয় কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশে কর্মরত এক কর্মকর্তা বলেছেন, ‘এটি একটি ভুয়া খবর। এ ধরনের কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি ভারত।’
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ছয় ছাত্র নেতার ওপর ভারতীয় ভিসা নিষেধাজ্ঞা’ এমন শিরোনামে একটি সংবাদ বাংলাদেশের কিছু গণমাধ্যমে রোববার প্রকাশিত হয়েছে। এতে ৬ ছাত্র নেতার নামও উল্লেখ করা হয়েছে। সেই প্রতিবেদনে দাবি করা হয়েছে ‘ভারতবিরোধী’ অনুভূতি জাগিয়ে তোলার জন্য ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। তবে এটি একটি ‘ভুয়া খবর’ বলে নিশ্চিত করেছে ভারতের সরকারি সূত্র।
মিরর এশিয়ার বরাত দিয়ে বেশ কয়েকটি সংবাদমাধ্যম রোববার জানিয়েছে, ভারত ৬ বাংলাদেশি ছাত্রনেতার পর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওই প্রতিবেদনে কোনো সূত্র উল্লেখ করা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দেওয়া হয়েছে।
প্রতিবেদনে দাবি করা হয়, ভারতবিরোধী জনতাকে উস্কানি দেওয়া এবং ভারতের জাতীয় স্বার্থের বিরুদ্ধে কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, এ বিষয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনে নির্দেশনা পাঠানো হয়েছে। দিল্লিতে কর্মরত বেশ কয়েকজন ভারতীয় সাংবাদিক দ্য মিরর এশিয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিবেদনে বলা হয়, ভিসা নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি নুরুল হক নুর, গণতান্ত্রিক ছাত্রশক্তির আহ্বায়ক আখতার হোসেন, প্রধান উপদেষ্টার নবনিযুক্ত বিশেষ সহকারী মাহফুজ আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও নুসরাত তাবাসসুম।