মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০২:২২ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের পক্ষ থেকে সিলেটের বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসরাত জাহান সোনালীর বাসার সামনে থেকে ত্রাণসামগ্রী সিলেটের উদ্দেশ্যে রওনা হয়। বিদেশী দাতা সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় ৩টি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সম্বন্বয়ে গঠিত মাল্টি পার্টি এডভোকেসি ফোরাম সদস্যরা নিজেদের আর্থায়নে এ সহযোগিতা করা হয়।
জেলা মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের কোষাধ্যক্ষ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী বলেন, সিলেটে বন্যা দুর্গতদের সহায়তায় জন্য আলোচনা করে আমরা নিজেরা অর্থ সংগ্রহ করে প্রথম দফায় ১ ট্রাক নিত্য প্রয়োজনীয় সামগ্রী যার মধ্যে চাল, ডাল, লবন, কাপড়, খাবার স্যালাইন, মুড়ি, চিড়া, বিস্কুট, চানাচুর, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ইত্যাদি রয়েছে। পরবর্তীতে আরও তহবিল সংগ্রহ করে পাঠানো হবে। সবাইকে এ দুর্যোগে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বরিশাল বিভাগীয় সিনিয়র রিজিওনাল ম্যানেজার দিপু হাফিজুর রহমান বলেন, সব রাজনৈতিক দল যদি এভাবে এগিয়ে আসে তাহলে যেকোনো দুর্যোগ মোকাবেলা করা সম্ভব। ঝালকাঠির বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা নিজেদের নিজেদের অর্থায়নে সিলেটের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছে এটা দেশের জন্য একটা উদাহরণ হয়ে থাকবে। এই সময়ে সকল বেধাবেধ ভুলে রাজনৈতিক নেতা-কর্মীদের এগিয়ে আসা উচিৎ।